Notification

×

Iklan

Iklan

চাঁপাইনবাবগঞ্জে, বাজারে লিচু কম থাকায় দাম বেড়েছে - জাহান বাংলা ২৪

রবিবার, ৬ জুন, ২০২১ | জুন ০৬, ২০২১ BN Last Updated 2021-12-09T03:42:54Z
    Share
চাঁপাইনবাবগঞ্জে, বাজারে লিচু কম থাকায় দাম বেড়েছে - জাহান বাংলা ২৪


করোনাভাইরাস মহামারি কারণে এবার লিচুর দাম বেড়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনার সংক্রমণ বাড়ায় কঠোর লকডাউন দিয়েছেন জেলা প্রসাশন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা লিচু প্রায় শেষের পথে তাই বাজারে অল্প পরিমাণ লিচু দেখতে পাওয়া যায় লিচুর দাম বেড়েছে। চাঁপাইনবাবগঞ্জে কঠোর লকডাউন থাকায় বাইর জেলার কোন লিচু চাঁপাইনবাবগঞ্জে না আসতে পারায় এই রকম পরিস্থিতি ও লিচুর দাম বেড়েছে বলে জানিয়েছে ব্যবসায়রা।

গত কয়েক দিন বাজারে লিচুর দাম মাত্র ২৫০, ২৮০, ৩০০, টাকা করে ছিল ১০০টি লিচুর দাম। কিন্তু বর্তমান বাজারে ১০০টি লিচুর দাম বেড়ে দাঁড়িয়েছে ৪০০, ৪৫০ টাকা করে। 

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বাজার ও এলাকার ছোট ছোট মোড়ে গিয়ে খোঁজ নিয়ে জানা যায় চাঁপাইনবাবগঞ্জের লিচু প্রয় শেষে কিছু লিচু আছে যা চাহিদার চেয়ে কম তাই লিচুর দাম বেড়েছে। 

এমনকি চাঁপাইনবাবগঞ্জ জেলা করোনা সংক্রমণ বাড়ায় বাইরের জেলা থেকে কোন ধরণের লিচু না আসায় লিচুর দাম বেড়েছে বলেও জানিয়েছে ব্যবসায়রা।

×
Latest News Update