Notification

×

Iklan

Iklan

গৃহবধূ কনা আক্তারের হ্যাতকারীদের ফাঁসির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন - জাহান বাংলা ২৪

রবিবার, ৬ জুন, ২০২১ | জুন ০৬, ২০২১ BN Last Updated 2021-12-09T03:42:54Z
    Share
গৃহবধূ  কনা আক্তারের হ্যাতকারীদের ফাঁসির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন - জাহান বাংলা ২৪


আজ (৬ জুন) রোববার সাকালে প্রেস ক্লাবের সামনে টাঙ্গাইলের বাসাইলে উপজেলার গৃহবধূ কনা আক্তারের হ্যাতকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন নিহতর স্বজনরা।

আজ টাঙ্গাইল সদর উপজেলা ও বাসাইল উপজেলার জনসাধারণের আয়োজনে প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।  এই মানববন্ধনে নিহতদের আত্মীয়স্বজন ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

মানববন্ধন চলাকালীন বক্তবে বলেন, এটি একটি পরিকল্পিতভাবে হত্যা করেন কনা আক্তারকে, প্রবাসী কবির হোসেন ও তার বড় দুই বোন সালমা ও তাসলিমা অর্থলোভী ষড়যন্ত্র ও প্রতক্ষ্য অংশগ্রহণ করে হ্যাত করার পর তার লাশ ঘরের ধর্নার সাথে ঝুলিয়ে রাখেন। এই ঘটনাটি ধামাচাপা আত্মহত্যা বলে এরিয়ে যাওয়ার চেষ্টা চালাছে। আমরা এলাকাবাসী নির্মম হত্যাকাণ্ডর সাথে জরিতদের ফাঁসির চাই।

নিহত কনা আক্তার হলেন, বাসাইল উপজেলার কাশিল পশ্চিমপাড়া এলাকার দুবাই প্রবাসী কবির হোসেনের স্ত্রী এবং টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের জয়নার মিয়ার মেয়ে।

×
Latest News Update