Notification

×

Iklan

Iklan

যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার পর পর্তুগালে ভিড় হচ্ছে অন্যান্য দেশের পর্যটকরা - জাহান বাংলা ২৪

শুক্রবার, ৪ জুন, ২০২১ | জুন ০৪, ২০২১ BN Last Updated 2021-12-09T03:42:56Z
    Share
যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার পর পর্তুগালে ভিড় হচ্ছে অন্যান্য দেশের পর্যটকরা - জাহান বাংলা নিউজ


সারাবিশ্বে করোনা পরিস্থিতি অবনতি দিকে যাচ্ছে। ইউরোপীয় দেশে গুলোর মধ্যে করোনা সংক্রমণ পর্তুগালে তুলোনা মুলক ভালো।

পর্তুগাল ভ্রমণে যুক্তরাজ্য নতুন বিধি নিষেধ আরোপ করলেও দেশটির পর্যটন কেন্দ্র গুলোতে ভিড় জমাচ্ছে অন্যান্য দেশের পর্যটকরা। 

ভ্রমণ পিপাসুদরা বলেছেন, ইউরোপের অন্যান্য দেশ গুলোর তুলনায় করোনার প্রভাব কিছুটা কম থাকায় পর্তুগালকে নিরাপদ মনে করছেন তারা। ভিড় করচ্ছেন বাংলাদেশরাও

বিশ্বাসে করোনাভাইরাসের কারণে অনেক পর্যটন এলাকা পর্যটনদের জন্য বন্ধ করা হয়েছে। ইউরোপীয় দেশের অনেক পর্যটন এলাকা বন্ধ করা হয়েছে।

করোনা কাটিয়ে অনেক দেশ আবার ওঠে দাঁড়িয়েছে। সেই দেশ গুলোতে সীমিত পরিসরে পর্যটন এলাকা গুলো খুলে দেওয়া হচ্ছে।

করোনা সংক্রমণের ঝুঁকি কম থাকায় পর্তুগালে অনেক বাংলাদেশও ভ্রমণ করতে যাচ্ছে। পর্যটকদের জিজ্ঞেস করলে বলে, অনেক দিন পর এই পর্যটন এলাকা খুলেছে আমারা এখানে এসে অনেক ভালো লাগছে। আমাদের অনেকো স্মৃতি আছে এখানে। আমাদের ভ্রমণ করে অনেক ভালো লাগছে। আর এখানে করোনা সংক্রমণের ঝুঁকি কম থাকায় আমাদের ভ্রমণ করতে ভালো লাগছে তারা মনে করেন।

×
Latest News Update