Notification

×

Iklan

Iklan

চাঁপাইনবাবগঞ্জের দুই সপ্তাহে কঠোর লকডাউনে জীবনযাপনে প্রভাব - জাহান বাংলা ২৪

শুক্রবার, ৪ জুন, ২০২১ | জুন ০৪, ২০২১ BN Last Updated 2021-12-09T03:42:55Z
    Share
চাঁপাইনবাবগঞ্জের দুই সপ্তাহে কঠোর লকডাউনে জীবনযাপনে প্রভাব  - জাহান বাংলা ২৪


চাঁপাইনবাবগঞ্জ জেলা গত ২৪ মে থেকে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন দিয়েছিল পরে তার মেয়াদ বাড়িয়ে আর এক সপ্তাহ করা হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা সংক্রমণ বাড়ায় এই সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসক। চাঁপাইনবাবগঞ্জ জেলাটি ভারত সীমান্তে হওয়া সেখান সংক্রমণ বাড়ছে বলে ধারণা করছে। এই সীমান্ত স্থল বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারত আমদানি - রপ্তানি করে থাকেন। 

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখে জানা যায়, পুরাতন বাজারে আগে অনেক ভিড় হতো। কিন্তু এই কঠোর লকডাউন কারণে সীমিত পরিশরে লোকজন ভিড় করছে। শহরে যত স্ব্যাস্থ মানা হচ্ছে ততটুকু কিন্তু গ্রামে মানা হচ্ছেনা। গ্রামে গিয়ে জিজ্ঞেস করি তারা বলেন,  এখানে তো করোনা নাই। আমরা খুলা জায়গায় বসে আছি তাই মাস্ক টি খুলে রেখেছি।

প্রথম সপ্তাহ কঠোর লকডাউনের প্রথম দুই করোনা সংক্রমণ বাড়েনি। কিন্তু পর করোনা সংক্রমণ বাড়ছে। দ্বিতীয় কঠোর লকডাউন হয়েছে এখন করোনা সংক্রমণ বাড়তে আছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমাস্তাপুর, নাচোল, ভোলাহাট ইত্যাদি এলকায় করোনা সংক্রমণ বাড়াছে। এমনি কি এক এলাকার লোক অন্য এলাকায় প্রবেশ করতে দিচ্ছে না।

এখন চাঁপাইনবাবগঞ্জ থেকে বাইলে কোথাও যেতে পারচ্ছে না মানুষ। শুধু পণ্য পরিবহন ট্রাক ছাড়া কোন কিছু বাইরে যেতে দিচ্ছেনা। 

চাঁপানবাবগঞ্জের পাশাপাশি রাজশাহীতে করোনা বাড়ায় এখন থেকে রাজশাহীতেও কঠোর লকডাউন দিয়েছেন।

×
Latest News Update