Notification

×

Iklan

Iklan

আজ থেকে সাতক্ষীরায় ৭ দিনের কঠোর লকডাউন শুরু - জাহান বাংলা ২৪

শুক্রবার, ৪ জুন, ২০২১ | জুন ০৪, ২০২১ BN Last Updated 2021-12-09T03:42:55Z
    Share
আজ থেকে সাতক্ষীরায় ৭ দিনের কঠোর লকডাউন শুরু - জাহান বাংলা ২৪

আজ (৫ জুন) শনিবার সকাল থেকে সাতক্ষীরায় টানা ৭ দিনের কঠোর লকডাউন দিলেন জেলা প্রসাশক। সাতক্ষীরায় করোনা সংক্রমণ বাড়ায় এই কঠোর লকডাউন দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা কার্যলয় থেকে।

সাতক্ষীরায় সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধিতে সাতক্ষীরায় ৭ দিনের কঠোর লকডাউন আজ সকাল থেকে শুরু হয়েছে। লকডাউনের বিধিনিষেধ চলছে দেশের বিভিন্ন স্থানেও

করোনা মোকাবিলা, নওগাঁ-ঝিনাইদহসহ সীমান্তবর্তী কয়েকটি স্থানে লকডাউন দেওয়া হয়েছে। সাতক্ষীরার পৌরসভা এবং কিছু ইউনিয়ন এই লকডাউন দিয়েছে।

লকডাউনে বন্ধ থাকবে দোকান, দূরপাল্লার বাস, ইত্যাদি। জরুরি পণ্য, কাঁচাবাজার, ঔষধ, মুদিখানা দোকান এগুলো ছাড়া সকল প্রকার দোকান বন্ধ থাকবে। জরুরি পণ্যর দোকান খুলা থাকবে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত।

সাতক্ষীরা, যশোর, খুলনাসহ গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেকপোস্ট তবে মংলা স্থালবন্দরের কার্যকর্ম চালু থাকবে। সাতক্ষীরা থেকে পণ্য পরিবহন ছাড়া সকল যানবাহন চলাচল বন্ধ ঘোষণা দিয়েছেন সাতক্ষীরা জেলা প্রসাশক। এই কঠোর লকডাউন চলবে আগামী ১১ জুন থেকে।

×
Latest News Update