Notification

×

Iklan

Iklan

আজ (১১ জুন) বিকাল থেকে রাজশাহীতে কঠোর লকডাউন শুরু - জাহান বাংলা ২৪

বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১ | জুন ১০, ২০২১ BN Last Updated 2021-12-09T03:42:52Z
    Share

 

আজ (১১ জুন) বিকাল থেকে রাজশাহীতে কঠোর লকডাউন শুরু - জাহান বাংলা ২৪

রাজশাহীতে করোনা সংক্রমণ হার দিন দিন বেড়েই যাচ্ছে। গত কয়েক দিন রাজশাহীতে করোনা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে।

আজ শুক্রবার (১১ জুন) বিকাল ৫টা থেকে রাজশাহীতে কঠোর লকডাউন শুরু হতে যাচ্ছে। এই কঠোর লকডাউন ১১ জুন থেকে ১৭ জুন এক সপ্তাহ থাকবে বলে জানিয়েছে রাজশাহী বিভাগের কমিশনার।

এই সকল কথা বলেন গত কাল (১০জুন)  রাজশাহী বিভাগের এই সম্মেলনে ক্ষকে জানিয়েছে রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর।

তিনি বলেন, ১১ জুন বিকাল ৫টা থেকে রাজশাহীতে যানবাহন, দোকান, শপিংমল ইত্যাদি বন্ধ থাকবে। ঔষধ, মুদিখানা ও জরুরী পরিবহন এবং জরুণী পণ্য পরিবহন ছাড়া সকল কিছু বন্ধ থাকবে। রাজশাহী থেকে বাইরে বা বাইর থেকে রাজশাহী আসা যাওয়া সকল ধরণের যানচলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে।

তিনি আরও বলেন, রাজশাহীতে করোনা সংক্রমণ হার বৃদ্ধি পাওয়া এই কঠোর লকডাউন দেওয়া হয়েছে। এমনকি রাজশাহী ভেতরও যানচলাচল বন্ধ থাকবে। শুধু জরুরী সেবা ও পণ্য পরিবহন যানবাহন ছাড়া সকল যানবাহন চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন তিনি।

×
Latest News Update