Notification

×

Iklan

Iklan

১১ জুন শুক্রবার চাঁপাইনবাবগঞ্জে ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে - জাহান বাংলা ২৪

বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১ | জুন ১০, ২০২১ BN Last Updated 2021-12-09T03:42:52Z
    Share
আজকের করোনা পরিস্থিতি চাঁপাইনবাবগঞ্জের

আজ শুক্রবার ১১ জুন চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্ত হযেছে ৬৮ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেন ৫৯১  এবং নমুনা পরীক্ষা করেন ৫০৩ টি। আর কোন মৃত্যু হয়নি। চাঁপাইনবাবগঞ্জে আজ করোনা রোগী সুস্থ হয়েছেন ৩৩৬ জন। 

যে সকল এলাকায় নমুনা সংগ্রহ করা হয়েছে তা হলো, চাঁপাইনবাবগঞ্জ সদর ৪২০ টি, শিবগঞ্জে ৩০ টি, গোমস্তাপুরে ৬৪ টি, নাচোলে ৩২ টি এবং ভোলাহাটে ৪৫ টি।

কোন উপজেলা আজ করোনা শনাক্ত হয়েছে নিচে দেওযা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ সদরে ১৬ জন, শিবগঞ্জ উপজেলায় ৮ জন, গোমস্তাপুর উপজেলায় ৩৬ জন, নাচোল উপজেলায় ৭ জন এবং ভোলাহাট উপজেলায় ১ জন মোট চাঁপাইনবাবগঞ্জ জেলায় সংক্রমণ হয়েছেন ৬৮ জন।

সূত্রঃ সিভিল সার্জন, চাঁপাইনবাবগঞ্জ।

×
Latest News Update