Notification

×

Iklan

Iklan

ভোলাহাট উপজেলায় ব্যবসায় লোকসান হওয়ায় যুবক আত্মহত্যা - জাহান বাংলা ২৪

শনিবার, ৫ জুন, ২০২১ | জুন ০৫, ২০২১ BN Last Updated 2021-12-09T03:42:55Z
    Share

 

ভোলাহাট উপজেলায় ব্যবসায় লোকসান হওয়ায় যুবক আত্মহত্যা - জাহান বাংলা ২৪

আজ (৫ জুন) শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় ব্যবসায় লোকসান হওয়ার কারণে এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটে ভোলাহাট উপজেলার পোলাড়াংগা নামোটোলা গ্রামে।

ভোলাহাট উপজেলার পোলাড়াংগা নামোটোলা গ্রামের আবুল হায়াতের ছেল আব্দুল আলীম। নিহত আব্দুল আলীম কাপড়ের ব্যাবসা করতেন। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত ওসি মাহবুবুর রহমান এই ঘটনাটি নিশ্চিত করেন।

ওসি মাহবুবুর রহমান জানান, স্থানীয়রা নিহত আব্দুল আলিমের মরাদেহ ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরাদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে করোনা পরিস্থিতি কারণে ব্যবসায় লোকসান হওয়ায় আব্দুল আলিম আত্মহত্যা করেন।

তিনি আরও বলেন যে, ভোলাহাট থানায় এই ঘটনার অপমৃত্যু মামলা দায়ের করেন। মরাদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেল আমরা সঠিক তথ্য জানা যাবে।

পরিবারের সূত্র জানা যায়, আব্দুল আলিম এর আগেও দুই বার বিষ পান করে আত্মহত্যা করার চেষ্টা করেন।

×
Latest News Update