Notification

×

Iklan

Iklan

আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না তা জেনেনিন - জাহান বাংলা ২৪

শনিবার, ৫ জুন, ২০২১ | জুন ০৫, ২০২১ BN Last Updated 2021-12-09T03:42:54Z
    Share
রাজধানীর যে যে এলাকায় গ্যাস থাকবে না তা জেনেনিন - জাহান বাংলা ২৪


গতকাল (৫ জুন) শনিবার তিতাস গ্যাস কৃর্তপক্ষ এক সংবাদ সম্মেলনে গ্যাস বন্ধ থাকার তথ্য জানিয়েছেন। আজ (৬ জুন) রোববার রাজধানীর গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বিভিন্ন এলাকায় প্রায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ রোববার পদ্মা রেল সংযোগ লাইনের টিটিপাড়া থেকে গোলাপবাগ পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ চলবে। এই কাজের জন্য এই এলাকায় রোববার দুপুর ১ টা থেকে ৫ টা পর্যন্ত সকল ধরনের গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে এই বিজ্ঞপ্তিতে। 

রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কৃর্তপক্ষ তা নিচে দেওয়া হলো, কমলাপুর রেলস্টেশন থেকে টিটিপাড়া, মুগদা, মানিকনগর, গোলাডবাগ, বেলতলা, সায়েবদের বাস টার্মিনাল, গোপীবাগ, আর কে মিশন রোড়, অতীসশ দীপষ্কর রোড়, ধুলপুর ও উত্তরা যাত্রবাড়ী এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কৃর্তপক্ষ জানিয়েছে, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় পাশ্ববর্তী এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

×
Latest News Update