Notification

×

Iklan

Iklan

প্রিন্স হ্যারি ও ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল দম্পতি ঘরে দ্বিতীয় সন্তান জন্ম গ্রহণ করেছেন - জাহান বাংলা ২৪

রবিবার, ৬ জুন, ২০২১ | জুন ০৬, ২০২১ BN Last Updated 2021-12-09T03:42:54Z
    Share

 

প্রিন্স হ্যারি ও ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল দম্পতি ঘরে দ্বিতীয় সন্তান জন্ম গ্রহণ করেছেন - জাহান বাংলা ২৪
শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার একটি হাসপাতালে জন্ম নেন শিশুটি। বলে জানিয়েছে,  ব্রিটেনের ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও ডাচেস অব সাসেক্স মেগান মার্কোল জানিয়েছেন তাদের এক কণ্যা সন্তান হয়েছে।

শিশুটির নাম রাখা হয়েছে, লিলিবেট লিলি ডায়ানা ম্যাউন্টব্যাটেন-উইন্ডসর।

শিশুটির ওজন ছিল ৭ পাউন্ডের কিছু বেশি। মা এবং শিশু দুইজনেই ভালো ও সুস্থ আছে বলে জানিয়েছে। 

প্রিন্স হ্যারি ও মেগানের প্রথম সন্তান জন্ম গ্রহণ করেন আর্চি হ্যারিসন ম্যাউন্টব্যাটেন-উইন্ডসর ২০১৯ সালে জন্ম গ্রহণ করেন।

তাদের দ্বিতীয় সন্তানের নাম করণ করা হয়েছে, প্রপিতামহী রানি দ্বিতীয় এলিজাবেথের ডাক নামে। রাজপরিবারের রানিকে লিলিবেট নামে ডাকা হয়। নামের মধ্যে অংশ রাখা হয় তার দাদি প্রিন্স অব ওয়েলসের (প্রিন্স ডায়ানা) সম্মান জানাতে রাখা হয়েছে। 

×
Latest News Update