Notification

×

Iklan

Iklan

আজ চাঁপাইনবাবগঞ্জে করোনা সনাক্ত হয়েছে ৭৫ জনের দেহে যা আগের চেয়ে কম - জাহান বাংলা ২৪

সোমবার, ৭ জুন, ২০২১ | জুন ০৭, ২০২১ BN Last Updated 2021-12-09T03:42:53Z
    Share
আজ চাঁপাইনবাবগঞ্জে করোনা সনাক্ত  হয়েছে ৭৫ জনের দেহে যা আগের চেয়ে কম - জাহান বাংলা ২৪

৭ জুন ও গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা করোনা সংক্রমণের সংখ্যা ৭৫ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেন ৫২৬ টি এবং নমুনা পরীক্ষা করেন ৩৯২ টি। মৃত্যু সংখ্যা ২ জন। দুই জন হলেন শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। 

যে সকল উপজেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে তার তালিকা প্রকাশ করা হলো, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৩০৭ টি, শিবগঞ্জ উপজেলায় ২০টি, গোমস্তাপুর উপজেলায় ৮৩টি, নাচোল উপজেলায় ৭৩টি এবং ভোলাহাট উপজেলায় ৪৩টি।

 যে সকল উপজেলার সংক্রমণ হয়েছে তা নিচে দেওয়া হলো, চাঁপাইনবাবগঞ্জ সদরে ৫২ জন, শিবগঞ্জ উপজেলায় ৭ জন, গোমস্তাপুর উপজেলায় ৪ জন, নাচোল উপজেলায় ৬ জন এবং ভোলাহাট উপজেলায় ৬ জন মোট চাঁপাইনবাবগঞ্জ জেলায় সংক্রমণ হয়েছেন ৭৫ জন। 

সূত্রঃ সিভিল সার্জন, চাঁপাইনবাবগঞ্জ।

×
Latest News Update