Notification

×

Iklan

Iklan

নাটোরে বড়াইগ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু - জাহান বাংলা ২৪

শনিবার, ৫ জুন, ২০২১ | জুন ০৫, ২০২১ BN Last Updated 2021-12-09T03:42:55Z
    Share

 

নাটোরে বড়াইগ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু - জাহান বাংলা ২৪
আজ শনিবার (৫ জুন) বিকালে নাটোরের বড়াইগ্রামে পানিতে ডুবে ৫ বছরের সজল আহম্মেদ নামের এক শিশু মৃত্যু হয়েছে। উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আটুয়া মধ্যপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

নিহত সজল আহম্মেদ আটুয়া মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আলীম এই বিষয় সম্পর্কে জানিয়েছে, আটুয়া গ্রামের রফিকের বাড়ির সামনের একটি পুকুরে সজল সহ ৫-৬ জন গোসল করতে নামে।
এক সময় শিশু সজল হঠাৎ পানিতে তলিয়ে যায়। তা উদ্ধার করতে যায় আব্দুল মালেকের ছেলে আরিফুল ইসলাম কিন্তু সেও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করলে শিশু সজল ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন। 
আহত অবস্থা আরিফুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এই ঘটনাটি নিশ্চিত করেন নাটোরের বড়াইগ্রাম থানার আফিসার ইনচার্জ আনোয়ারু ইসলাম। 
×
Latest News Update