Notification

×

Iklan

Iklan

আজ চাঁপাইনবাবগঞ্জে ০৯ জনের মৃত্যু হয়েছে করোনার সর্বশেষ আপডেট - জাহান বাংলা নিউজ

শনিবার, ৫ জুন, ২০২১ | জুন ০৫, ২০২১ BN Last Updated 2021-12-09T03:42:55Z
    Share


চাঁপাইনবাবগঞ্জ করোনা পরিস্থিতি কারণে গত ২৪ মে কঠোর লকডাউন দেওয়া হয়েছে। করোনা সনাক্ত দিন দিন চাঁপাইনবাবগঞ্জে বেড়েই যাচ্ছে।

আজ ৫ জুন চাঁপাইনবাবগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা সনাক্ত হয়েছে,১০৭ জন। মোট চাঁপাইনবাবগঞ্জে আক্রান্ত হয়েছে ২৩৪৭ জন। আজ গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে  সদর ৬ জন, শিবগঞ্জে ২ জন, গোমস্তাপুরে ১ জন মোট ০৯ জন মৃত্যু বরণ করেন এই নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গিয়েছে ৫৪ জন। আজ চাঁপাইনবাবগঞ্জ জেলা সুস্থ হয়নি, এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১১২৯ জন এবং চিকিৎসাধীন অবস্থায় আছেন ১১৬৪ জন। 

চাঁপাইনবাবগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করেছেন ১৯৪ জনের। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছেন ১৮২ জনের। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ১৮২, অন্যান্য উপজেলা নমুনা সংগ্রহ করা হয়নি।

জেলায় করোনা শনাক্তর হার গত ২৪ ঘণ্টায় ৫৫.১৫% এবং গত ৭দিনে ৩৬.৫৬% আর এখন পর্যন্ত ১৯.৭৮%

×
Latest News Update