Notification

×

Iklan

Iklan

চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা পরিস্থিতিতে ঋণের কিস্তি আদায় করা যাবে না - জাহান বাংলা ২৪

শুক্রবার, ৪ জুন, ২০২১ | জুন ০৪, ২০২১ BN Last Updated 2021-12-09T03:42:56Z
    Share
চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা পরিস্থিতিতে ঋণের কিস্তি আদায় করা যাবে না - জাহান বাংলা ২৪


বাংলাদেশ করোনা পরিস্থিতিতে অনেকেই কাজ করতে পারছেন। বাংলাদেশ দিন দিন করোন বৃদ্ধি পাছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে। আমাদের পাশ্ববর্তী দেশ ভারতে করোন সংক্রমণ বেড়েই চলেছে। ভারতের সীমান্ত বাংলাদেশের জেলা চাঁপাইনবাবগঞ্জ অবস্থান করছে। এবং কি চাঁপাইনবাবগঞ্জের এটি এক স্থলবন্দর যেখান দিন ভারতের সাথে আমদানি - রাপতানি করে থাকে। এই কারণে বাংলাদেশ করোনা সংক্রমণ বেড়ে যেতে পারে বলে জানিয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জে করোনা বেড়ে যাওয়া গত ২৪ মে থেকে এক সপ্তাহ কঠোর লকডাউন দেন প্রথম লকডাউন শেষে হলে আবার ৩১ মে কঠোর লকডাউন দেন আরও এক সপ্তাহ।

এই লকডাউন ঘিরে নানা ধরণের কথা উঠেছে। লকডাউন কাজ বন্ধ থাকায় কিন্তু কিস্তির টাকা পরিশোধ করতে পারছে না। তাই এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়।

বিজ্ঞপ্তিতে বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় সাম্প্রতি করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় বিধি নিষেধ আরপের ফলে মানুষ বর্তমানে জীবনযাপন করতে অনেক অসুবিধা হচ্ছে।

এ পরিস্থিতিতে এনজিও কর্তৃপক্ষ সকল তাদের প্রদানকৃত ঋণের কিস্তি আদায় করতে পারবে না। তবে ঋণ প্রদান অব্যাহত থাকবে বলে জানিয়েছে,  চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক।

পুনরাদেশ দেওয়া না পর্যন্ত পূর্ব প্রদানকৃত ঋণের কিস্তি  আদায় না করা অনুরোধ করা হলো। আরও বলেন, নির্দেশনা দেওয়ার পর কোন এনজিও কৃর্তপক্ষ কিস্তি আদায় করলে সে এনজিও কৃর্তপক্ষ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবসা গ্রহণ করা হবে।

×
Latest News Update