Notification

×

Iklan

Iklan

বাংলাদেশে এখন থেকে ৫০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট পাওয়া যাবে - জাহান বাংলা ২৪

রবিবার, ৬ জুন, ২০২১ | জুন ০৬, ২০২১ BN Last Updated 2021-12-09T03:42:54Z
    Share
বাংলাদেশে এখন থেকে ৫০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট পাওয়া যাবে - জাহান বাংলা ২৪


বিশ্বের উন্নতশীল দেশ গুলোর মত বাংলাদেশও ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশর জনগণ ইন্টারনেট  ও তথ্য ব্যবহার সহজ করতে এই ব্যবস্থা নিয়েছেন, বিটিআরসি। ইন্টারনেট সহজে প্রবেশ করতে ও তথ্য জানতে ব্রডব্যান্ড ইন্টারনেটর এই সুবিধা নিয়ে আছেন বিটিআরসি প্রতিষ্ঠানটি।

রোববার (৬ জুন) টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এর আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, এখন থেকে বাংলাদেশের ও সারাদেশ ব্যডব্যান্ড ইন্টারনেট একরেটে একই পরিমাণ পাবেন। 

বিটিআরসি থেকে ৩টি প্যাকেজের দাম ঘোষণা দিয়েছে। প্যাকেজ ৩টি হচ্ছে, ৫ এমবিপএস সর্বোচ্চ ৫০০ টাকা, ১০ এমবিপিএস সর্বোচ্চ ৮০০ টাকা এবং ২০ এমবিপিএস সর্বোচ্চ১,২০০ টাকা নিতে পারবে কিন্তু এই দামের বেশি টাকা নিতে পারবে না কোন ব্রডব্যান্ড ইন্টারনেট প্রতিষ্ঠান।

“এক দেশ এক রেট ” শিরোনামে এই অনুষ্ঠানে এই সব তথ্য জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। 

সারাদেশ এখন থেকে এক রেটে একই পরিমাণ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পাবে বাংলাদেশের সকল গ্রাহক।

×
Latest News Update