Notification

×

Iklan

Iklan

চুল দিয়ে তৈরি পোশাক যেমন শার্ট, প্যান্ট! কেমন লাগে দেখতে ও পরতে? - জাহান বাংলা ২৪

মঙ্গলবার, ১ জুন, ২০২১ | জুন ০১, ২০২১ BN Last Updated 2021-12-09T03:42:56Z
    Share
চুল দিয়ে তৈরি পোশাক যেমন শার্ট, প্যান্ট! কেমন লাগে দেখতে ও পরতে? - জাহান বাংলা ২৪


বনেরা বনে সুন্দর, আর চুল সুন্দর মাথায়। আমরা সেলুনে যায় চুল কাটতে। আপনি কি যানেন চুল দিয়ে কি কি তৈরি করা যায়। আপনিও চাইলে চুল দিয়ে বানিয়ে নিতে পারে আপনার পছন্দের পোশাক যেমনঃ শ্যার্ট, প্যান্ট ইত্যাদি।

ইংল্যান্ডের এক ফ্যাশান ডিজাইনার এই রকম চুল দিয়ে পোশাক তৈরী করে ফ্যাশান ইন্ডাস্ট্রিতে তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন। 

২৩ বছর বয়সী ইংল্যান্ডের ফ্যাশান ডিজাইনার পাবলো কুমিন, মানুষের চুল দিয়ে বানালেন নানা ধরণের পোশাক।

ডিজাইনার পাবলো কুমিন বলেন, আমি আমার মনে শুধু চুল নিয়ে ভাবতে শিখিয়েছি। যে চুল দিয়ে কি ভাবে পোশাক তৈরী করা যেতে পারে। আর এই ভাবনা আমার কাজে লেগেছে। এই চুল দিয়ে তৈরি পোশাক বিশ্বের আনাচে-কানাচেতে পৌঁছে গিয়েছে। এমনকি বিখ্যাত গাইকা লেডিকেনি ও রেহানার কাছে পৌঁছে গিয়েছে। 

×
Latest News Update