Notification

×

Iklan

Iklan

আপো “এফ ১৯” বাজারে চমক নিয়ে এলো, কী আছে এই হ্যান্ডসেটে? - জাহান বাংলা ২৪

বুধবার, ২ জুন, ২০২১ | জুন ০২, ২০২১ BN Last Updated 2021-12-09T03:42:56Z
    Share
আপো এফ ১৯ জাহান বাংলা ২৪


আপো প্রতিষ্ঠানতি নিয়ে এই নতুন হ্যান্ডসেট। নতুন নতুন ফিচার নিয়ে এলো এই হ্যান্ডসেট। এই হ্যান্ডসেট খুব সুন্দর ফিচার নিয়ে এলো বাজারে। এই হ্যান্ডসেটর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। 

আমরা যখন ফোন ক্রয় কির তখন আমরা সেই ফোনের প্রোসেসর কি তা জানতে চাই।  সেই প্রোসেসর দিয়ে কি গেম খেলা যাবে নাকি তা জানতে চাই। ফোনে কি ইন্টারনেট চালা ভারি হ্যাং হয়ে যাবে কিনা তা জানতে চাই। তাই আমাদের জানা প্রয়োজন এই ফোনে কি প্রোসেসর আছে। আপো এফ ১৯ হ্যান্ডসেটে আছে কোয়ালকম স্ল্যাপড্রগন ৬৬২ চিপসেট। 

এই ফোন আছে উন্নত মানের ক্যামেরা। আমরা প্রোসেসের পরেই দেখে থাকি ফোনের ক্যামেরা কত সুন্দর ছবি তোলা যাই।  এই ফোন ক্যামেরাই আছে ৪৮ মেগাপিক্সেল F/1.7MAIN, ২ মেগাপিক্সেল ডেপথ ও একটি মাইক্রো লেস ক্যামেরাসহ ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা।

48 MP, F/1.7 MAIN

2MP (MACRO)

2MP (DEPTH)

16 MP SELFIE

এই ফোনে আছে সুন্দর এবং পরিষ্কার দেখা যাবে এমন এক ডিসপ্লে।

6.4 inch Amoled FHD+Resolution Widevine L1 90.8% S.T.B Ratio


×
Latest News Update