Notification

×

Iklan

Iklan

করোনা সংক্রমণ রোধে কারফিউ জারি পরামর্শ, স্বস্থ্য ও জাতীয় কমিটি - জাহান বাংলা ২৪

বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১ | জুলাই ০৮, ২০২১ BN Last Updated 2021-12-09T03:42:51Z
    Share
বাংলাদেশ কারফিউ জারি ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বৈঠক ২০২১


বাংলাদেশ করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউন চলমান আছে। গত ১ জুলাই এক সপ্তাহ (৭ দিন) কঠোর লকডাউন দেন এবং পরে আর এক সপ্তাহ (৭ দিন) দেন যা আগামী ১৪ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন চলমান থাকবে।

কঠোর লকডাউন দেওয়ার পরেও করোনা সংক্রমণ হার বেড়েই চলেছে। আজ বৃহস্পতিবার সারাদেশে করোনা সংক্রমণের হার ১১৬৫১ জন। 

স্বস্থ্য অধিদপ্তর ও জাতীয় কমিটির বলেন করোনা সংক্রমণের হার কমাতে কারফিউ জারির করার পরামর্শ দেন।

স্বস্থ্য অধিদপ্তরের মুখপাত্র রোবেদ আমীন বলেন, এই বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমন্বয় বৈঠকে আলোচনা করা হয়েছে।

তিনি আরও বলেন, সারাদেশে হাসপাতালে শয্য সংখ্যা ও অক্সিজেনের সরবরাহ বৃদ্ধির নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি জানান, দেশে যে ভাবে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তা এখন কোন ব্যবস্থা না নিলে ভয়াবহ রুপধারণ করতে পারে। এই চলমান কঠোর লকডাউন থাকা শর্তও করোনা সংক্রমন হার কমছে না। কারফিউ জারি করে যদি করোনা সংক্রমণের হার কমানো যায় তাহলে আমাদের কারফিউ জারি করতে হবে। এখনি কোন কঠোর ব্যবস্থা না নেওয়া হয়ে তাহলে অনেক ভয়াবহ হতে পরে পরিস্থিতি। 

তিনি বলেন, কারফিউ জারি করার ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জানানো হয়েছে। তবে, পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার।

*★★★ঘরে থাকুন, সুস্থ থাকুন★★★*

সূত্রঃ যমুনা টেলিভিশনের।


⇨আমাদের ওয়েবসাইট ও কোন পোস্ট ব্যাপারে অভিযোগ থাকলে অবশ্যই, আগে আমাদের সাথে যোগাযোগ করবেন তার পর সমালোচনা করবেন, ধন্যবাদ।

×
Latest News Update