Notification

×

Iklan

Iklan

আজ চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গাঁজাসহ এক জন আটক - জাহান বাংলা ২৪

বুধবার, ১৪ জুলাই, ২০২১ | জুলাই ১৪, ২০২১ BN Last Updated 2021-12-09T03:42:51Z
    Share

 

চাঁপাইনবাবগঞ্জের মাদকদ্রব্য ও গাঁজাসহ আটক


আজ ১৪ জুলাই চাঁপাইনবাবগঞ্জ ২ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ এক জন্য কে আটক করেন পুলিশ। 

জেলা গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে ২ কেজি গাঁজাসহ আটক করেন। গতকাল ১৩ জুলাই রাত ৭:২৫ ঘটিকায় এই অভিযান চালানো হয়।

শিবগঞ্জ থানাধীন শিবনগর পোড়াগঞ্জ রায়জির আমবাগান থেকে ২ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ এক জন কে আটক করা হয়।

আটককৃত হলেন, শিবগঞ্জ থানার শিবনগর স্কুলপাড়ার মৃত সেরাজুল ইসলামের ছেলে মোঃ শুকুরদি। 

আটককৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানার আইনগত ব্যবস্থা করা হয়েছে। 


*** ঘরে থাকুন, সুস্থ থাকুন ***

*** বিঃদ্রঃ আমাদের ওয়েবসাইট সংক্রান্ত কোন প্রকার অভিযোগ বা এমন কোন পোস্টা যা ভুয়া, খারপ ছবি বা লেখা, দেশ বিরুদ্ধে এবং আন্তর্জাতিক আইনভঙ্গকের থাকলে। সবার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন। এরপর তা নিয়ে আলোচনা করেন। ধন্যবাদ। ***

×
Latest News Update