Notification

×

Iklan

Iklan

শিবগঞ্জ উপজেলায় এক বৃদ্ধের মরাদেহ উদ্ধার করেন পুলিশ - জাহান বাংলা ২৪

মঙ্গলবার, ৮ জুন, ২০২১ | জুন ০৮, ২০২১ BN Last Updated 2021-12-09T03:42:53Z
    Share
শিবগঞ্জ উপজেলায় এক বৃদ্ধের মরাদেহ উদ্ধার করেন পুলিশ - জাহান বাংলা ২৪


মঙ্গলবার (৮জনু) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের একটি পুকুর থেকে মকবুল নামের এক বৃদ্ধের মরাদেহ উদ্ধার করেন পুলিশ।

স্থানীয়রা পুকুরে মরাদেহ দেখতে পেয়ে পুলিশকে খবরদেন।

বৃদ্ধের ছেলের বউ নাসিমা বেগম জানিয়েছে, সোমবার (৭ জুন) থেকে নিখোঁজ ছিলে তিনি আমরা অনেক খোজার পর ফেসবুকে মরাদেহ উদ্ধারের খবর পেয়ে তা নিশ্চিত হওয়ার পরে সেখানে যায়।

শিবগঞ্জ থানার পুলিশ জানিয়েছেন, স্থানীয়রা কালুপুর গ্রামের এক পুকুরে বৃদ্ধের মরাদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরাদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে পরিবারের সদস্যের হাতে মরাদেহ দেওয়া হয়।

×
Latest News Update